12 টন কয়লা উদ্ধার করল সিআইএসএফ।
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা, 16 ই আগস্ট ঃ-
12 টন কাঁচা কয়লা উদ্ধার করল সিআইএসএফ বারাবনি ব্লকের
শীতলপুর সিআইএসএফ হেড কমান্ডারের আদেশ অনুসারে কাশিডাঙ্গা ও চরণপুর জঙ্গল থেকে এই কাঁচা কয়লা উদ্ধার করে। উদ্ধার হওয়া এই কয়লা গুলি ভানোড়া ওয়েস্ট ব্লক কয়লা খনিতে রাখা হয়। এইভাবে সিআইএসএফ এর অভিযানে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, যারা এই কয়লা গুলি খনি থেকে লুঠ করে তাদের মধ্যে।।