পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিটুর বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসনসোল, কাজল মিত্র :- পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আসনসোল ও বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে সিটুর নেতৃত্ব ও কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করে । প্রসঙ্গত দিনের পর দিন যেভাবে পেট্রল ও ডিজেলের দাম বেড়েই চলেছে।এর ফলে মানুষেরা অনেক সম্যসায় পড়েছেন।একেই করোনা মহামারী তার উপর পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এই দুই এর কারনে চরম সম্যসায় পড়েছে সাধারন মানুষ। তারই বিরুদ্ধে এদিন সিটুর নেতৃত্বে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিখোভ দেখানো হয়েছে।এই আন্দোলনের মধ্যে দিয়ে সিটু নেতৃত্বে তরফে আসানসোলে হেমন্ত সরকার ও বার্নপুরে অরবিন্দ ঘোষ জানান যে অবিলম্বে কেন্দ্র সরকারকে পেট্রল ও ডিজেলের দাম কম করতে হবে। যেভাবে পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এতে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে ।এছাড়া এই পেট্রোল ডিজেল এর উপর ভিক্তি করেই জিনিসের দামও বৃদ্ধি পেয়ে যাচ্ছে ।যদি এই পেট্রোল ডিজেলের দাম না কমে তাহলে অবিলম্বে আমাদের পক্ষ টগকে আরো বৃহত্তর আন্দোলনে নামব ।
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed