জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু,গুরুতর জখম ৪ জন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।গুরুতর জখম হয়েছেন ৪ জন প্রায়শই এমন ঘটনা ঘটতেই থাকে এই জাতীয় সড়কে ফলে  স্বভাবতই পরপর মৃত্যুর  জেরে জাতীয় সড়ক কার্যত মরণফাঁদ হয়ে উঠেছে। এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এত দুর্ঘটনা বাড়তে থাকার পরেও গ্রামবাসীদের উপায় না থাকায় জাতীয় সড়ক পারাপার করতে থাকে যারফলে প্রাণ হারাতে হচ্ছে বহু মানুষকে। তাঁরা অভিযোগ তুলছেন, পথ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন প্রচার চালালেও দুর্ঘটনা কোনওভাবেই কমানো যাচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯ টা নাগাদ দু’নম্বর জাতীয় সড়কের পাশে যে দুর্ঘটনা ঘটেছে সেটি মূলত লছমন পুর গ্রামের দিক থেকে  বিকাশ ঘোষ বাইকে করে রাস্তা পারাপার করছিলঠিক তখন একটি বিএমডাব্লু গাড়ি ধানবাদএর দিক থেকে প্রচন্ড গতিতে আসছিল তখনই ওই ব্যক্তিকে ধাক্কা মারে তারপর আর্টিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকেও ধাক্কা মারে সেখান থেকে জাতীয় সড়কের ডিভাইডারে গিয়ে গাড়িটি সজোরে মারে এরফলে বাইক আরোহীর ঘটনা স্থলেই মৃত্যু হয় । এবং বিএমডব্লিউ গাড়ির মধ্যে থাকা চারজনকে আহত অবস্থায় চিকিৎসা করানো হয়।এরপরই জাতীয় সড়ক অবরোধ  করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।তাদের দাবি মৃত ব্যক্তির পরিজনদের ক্ষতিপূরণ দিতে হবে ।তাছাড়া এই রাস্তার  পাশে কোন সুরক্ষা বাবস্থা না থাকার কারনে এধরনের ঘটনা প্রায়শই হতে থাকে তাদের দাবি এখানে কোন পুলিশ প্রশাসন নেই ।অবশেষে পুলিশ প্রশাসন এসে তাদের আশ্বাস দেন এবং পথ অবরোধ উঠে যায়।