আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে শুরু তিনদিনের চিত্র প্রদর্শনী
বেঙ্গল মিরর, শ্রাবনী ব্যানার্জ্জী , আসানসোল, ২৩ সেপ্টেম্বরঃ আসানসোলের রবীন্দ্র ভবনের কাছে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে বৃহস্পতিবার থেকে শুরু হল এক চিত্র প্রদর্শনী। এদিন বিকেল সেই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাঞ্চলের নাট্য শিল্পী স্বপন বিশ্বাস।চিত্রশিল্পী দেবব্রত ঘোষের অ্যাক্রিলিক জলরঙ ও কোলাজ এবং প্রবাসী শিল্পী সিদ্ধার্থ দাসের পেন অ্যান্ড ইঙ্কের ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সিদ্ধার্থ দাস ৩৭ টি ছবি নিয়ে এই প্রথম শিল্প শহরে প্রদর্শনী করলেন। আসানসোলের কল্যানপুরের বাসিন্দা সিদ্ধার্থ দাস বর্তমানে কর্মসূত্রে গুঁরগাওতে থাকেন। কিন্তু তার একান্ত ইচ্ছা ছিল যে তার প্রথম চিত্র প্রদর্শনী আসানসোলেই হবে। মোট ৫৫টি ছবি নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনীটি শেষ হবে আগামী শনিবার।
ব্যাগ থেকে উদ্ধার ২৫ টি পিস্তল ও ৪৬ টি কার্তুজ, বরাকরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ধৃত এক