আসানসোল সহ ৫ পুরভোট ২২ জানুয়ারি , বাকি ১০৬ পুরসভায় ২৭ ফেব্রুয়ারি হতে পারে

বেঙ্গল মিরর, আসানসোল: রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন কবে হবে, বৃহস্পতিবার তার ইঙ্গিত পাওয়া গেল। রাজ্যের মোট ১১২ টি  পুরসভার মধ্যে  ১১১টি পুরসভায় ভোট হবে।  তার মধ্যে পাঁচটি পৌরনিগম রয়েছে এবং ১০৬টি পুরসভা। কয়েক দিন আগেই  ভোট হয়ে গিয়েছে কলকাতা  পুরসভার। বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে তা কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট।  আজ আদালতে হলফনামা জমা দিয়ে বাকি পুরসভাগুলির সম্ভাব্য ভোটের তারিখ জানাল কমিশন। আদালতে কমিশন জানিয়েছে,  দু’দফায় ভোট করতে চায় তারা। প্রথম দফায় পাঁচ পুরনিগমে এবং দ্বিতীয় দফায় বাকি পুরসভায় ভোট করানোর চিন্তাভাবনা করছে তারা। কমিশন জানিয়েছে, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি। আর বাকি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি।