ASANSOLPANDESWAR-ANDAL

ইসিএলের খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও ২, আটক কয়লা বোঝাই ডাম্পার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ জানুয়ারিঃ ইসিএলের খোলামুখ খনি বা প্যাচ থেকে কয়লা চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি পুলিশ আটক করেছে কয়লা বোঝাই একটি ডাম্পারও। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গভীর রাতে অন্ডাল থানার ইসিএলের কাজোড়ার জামবাদ খোলামুখ খনিতে।
ইসিএলের খোলামুখ খনি থেকে কয়লা চুরির এই ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ओसीपी से कोयला चोरी


সূত্র মারফত জানা গেছে, সোমবার রাত দুটো নাগাদ ইসিএলের জামবাদ খোলামুখ খনিতে (প্যাচ) কয়লা চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করে রাম সিং ও উত্তম স্বর্ণকার নামে দুই ব্যক্তিকে তার মধ্যে ধৃত রাম সিং ঐ খনির প্রজেক্ট ম্যানেজার বলে সংস্থা সূত্রে জানা গেছে। পাশাপাশি পুলিশ আটক করে কয়লা বোঝাই একটি ট্রাক। ট্রাকটি থেকে উদ্ধার হয়েছে ১৭ মেট্রিক টন কয়লা। মঙ্গলবার ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর। যে বেসরকারী সংস্থা ঐ খোলামুখ খনি থেকে কয়লা তুলছে, তাদের পক্ষ থেকে কয়লা চুরি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অন্ডাল থানায়।

অভিযোগটি দায়ের করেছেন সংস্থার সাইডিং ইনচার্জ উজ্জ্বল দাস। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক আধিকারিক বলেন, রাত দেড়টা দুটো নাগাদ প্যাচের ভেতর একটি ট্রাকে কয়লা লোড করতে দেখে সন্দেহ হয়। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। পুলিশ এসে দুই ব্যক্তি সহ কয়লা বোঝাই ট্রাকটি আটক করে। এই কয়লা চুরিরঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এলাকার সিপিএম নেতা তুফান মন্ডল জানান, শুধু কয়লা আটক করলে চলবে না।এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তারও তদন্তের দাবি জানান তিনি।

Asansol खदान में रात भर फंसा रहा किशोर, घंटों चला रेस्क्यू अभियान, आज सुबह निकाला गया

Coal Smuggling Case : ईडी को हाईकोर्ट की फटकार

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *