ঘাঘরবুড়ি মন্দিরে পুজো বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের সকল পরিবার যেনো সুস্থ থাকে পাশাপাশি বিরোধীরাও যেনো সুস্থ থাকে এই কমনা নিয়ে ঘাঘরবুড়ি মন্দিরে পূজা দিলেন
চৈতালি তেওয়ারী ।



এদিন প্রার্থী চৈতালি তিওয়ারি বলেন, আমার ২৭ নম্বর ওয়ার্ডের সকল পরিবারদের মঙ্গল কামনা করার পাশাপাশি বিরোধীরাও যেনো ভালো থাকে, এই করোনা মোকাবিলা থেকে মুক্ত করো এবং যে কাজে আমি নেমেছি সেই কাজে সফল হতে পারি বলে এদিন জানান তিনি।