মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য জেরে নিয়ামতপুর পথ অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করল বিজেপি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এর বিতর্কিত মন্তব্যের জেরে আন্দোলন নামলো বিজেপি।বুধবার এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় কুলটি নিয়ামতপুর মোড়ে পথ অবরোধ করে বিখোভ দেখালো বিজেপি।এদিনের অবরোধ কর্মসূচিতে কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার, বিজেপির রাজ্যনেতা নির্মল কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।বেশকিছুক্ষণ পথ অবরোধের জেরে নিয়ামতপুর জিটি অবরুদ্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।অবরোধের পাশাপাশি মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।এরপর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বরা বলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালী মা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।তার ই প্রতিবাদে এই পথ অবরোধ এবং মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।