আসানসোল শহরে আবারও টোটো চালকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News today Bengali ) আসানসোল শহরে জিটি রোডের একাংশে শুক্রবার থেকে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসানসোল দক্ষিণ থানা পুলিশ ও প্রশাসনের তরফে। যা নিয়ে টোটো চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা রাস্তায় নেমে দফায় দফায় বিক্ষোভ দেখান। আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড ও জিটি রোডের সংযোগস্থলে গতকালের মতো শনিবার সকাল সাড়ে ১১ টা থেকেই টোটো চালকেরা জিটি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।














তাদের একটাই দাবি ছিলো, টোটো চলতে দিতে হবে । এর পেছনে তাদের রুটি রুজির বিষয় রয়েছে। এই বিক্ষোভ অবরোধের ফলে জি টি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকায় উপস্থিত হন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু থেকে শুরু করে এসিপি (ট্রাফিক) পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। এদিকে আসানসোল দক্ষিণ থানার আইসি পক্ষ থেকে মাইকিং করা হয় যে এদিন সন্ধ্যে সাড়ে ছটার সময় সমস্ত টোটো চালককে আসানসোল দক্ষিণ থানায় এসে বৈঠকে বসার অনুরোধ করা হয়।
টোটো চালকের এই বিক্ষোভের ফলে আসানসোল শহরের জি টি রোড ও হটন রোড মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষেরা চরম সমস্যার মুখে পড়েন। তাদেরকে হয়রানির শিকার হতে হয়। গোটা পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফ থেকে টোটো চালকদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।
- আসানসোল রামকৃষ্ণ মিশনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
- चेंबर सचिव ने आसनसोल रेल डिवीजन के मुद्दे को लेकर रेल मंत्री को लिखा पत्र, समाधान की मांग
- Asansol स्टेशन पर फोर्ट्रेस चेक, 192 मामले, ₹69,900 का राजस्व
- Asansol रेलमंडल में 100 जोड़े स्टेनलेस स्टील डस्टबिन लगाये, 700 जोड़े लगाने की योजना
- রানিগঞ্জে রাস্তায় ইট বোঝাই ট্রাক্টরের এক্সেল ভেঙে বিপত্তি, বড় দূর্ঘটনা থেকে রক্ষা, ব্যাহত যান চলাচল

