DURGAPUR

বুথে ভোট লুঠ করতে এসে প্রতিরোধের মুখে বহিরাগতরা, দুটি বাইকে আগুন

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায় / সৌরদীপ্ত সেনগুপ্ত : ভোট লুট করতে এসে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হলো বহিরাগতদের। উত্তেজিত জনতারা ব্যাপক ভাঙচুর চালালো দুটি মোটরবাইকে। আগুন লাগিয়ে দেওয়া হয় সেই দুটি বাইকে। জনতার তাড়া খেয়ে দুটি মোটরবাইক ফেলে পালিয়ে যায় বহিরগতরা। এলাকার বাসিন্দা ও বিরোধী দলের অভিযোগ, এই বহিরাগতরা আসলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতি।
শনিবার পঞ্চায়েত ভোটের দুপুরে পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরের কাঁকসা থানার আমলাজোড়া অঞ্চলের বাবনাবেড়া অঞ্চলের ৪৭১ নম্বর বুথের কাছে এই ঘটনাটি ঘটেছে।


এইভাবে প্রতিরোধ গড়ে তোলায় এলাকার বাসিন্দাদের সমর্থন করেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাদের অভিযোগ, ভোট লুট করতে এলে এই অবস্থায় হয়। ফেলে যাওয়া বাইকগুলিতে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। তাদের আর কি করার ছিলো?
এলাকার বাসিন্দারা বলেন, সকাল থেকে আমরা সবাই ঠিক বুথে গিয়ে ভোট দিচ্ছিলাম। হঠাৎ করে কিছু বহিরাগত চলে আসে। তারা বুথ দখল করে ভোট লুঠের চেষ্টা করেছিলো। তাই আমরা একজোট হয়ে প্রতিরোধ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *