ছট পুজোয় আসানসোল পুরনিগমের ট্যাবলো উদ্বোধনে মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন ছট পুজোকে সামনে রেখে আসানসোল পুরনিগম এলাকায় ট্যাবলো চালাবে পুরনিগম কতৃপক্ষ। মুলতঃ প্রচার ও সচেতনতার জন্য আসানসোল পুরনিগমের এই উদ্যোগ। মোট ১০ টি ট্যাবলো আসানসোল পুরনিগম এলাকায় ছট পুজো উপলক্ষে ঘুরবে।
শুক্রবার সকালে আসানসোল পুরনিগম ভবনে এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এইসব ট্যাবলোর যাত্রা শুরুর শুভসূচনা করেন মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ মানস দাস, ওএস বীরেন্দ্রনাথ অধিকারী, প্রবাল বোস সহ অন্যান্যরা।




এই প্রসঙ্গে মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ট্যাবলো বার করা হচ্ছে। ১০ টি ট্যাবলো ছট পুজো উপলক্ষে আগামী কয়েক দিন আসানসোল শহর ছাড়াও কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ পুর এলাকায় ঘুরবে।
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি
- Durgapur NIT में विस्फोट ! प्रोफेसर व छात्र घायल