ছট পুজোয় আসানসোল পুরনিগমের ট্যাবলো উদ্বোধনে মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন ছট পুজোকে সামনে রেখে আসানসোল পুরনিগম এলাকায় ট্যাবলো চালাবে পুরনিগম কতৃপক্ষ। মুলতঃ প্রচার ও সচেতনতার জন্য আসানসোল পুরনিগমের এই উদ্যোগ। মোট ১০ টি ট্যাবলো আসানসোল পুরনিগম এলাকায় ছট পুজো উপলক্ষে ঘুরবে।
শুক্রবার সকালে আসানসোল পুরনিগম ভবনে এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এইসব ট্যাবলোর যাত্রা শুরুর শুভসূচনা করেন মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ মানস দাস, ওএস বীরেন্দ্রনাথ অধিকারী, প্রবাল বোস সহ অন্যান্যরা।



এই প্রসঙ্গে মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ট্যাবলো বার করা হচ্ছে। ১০ টি ট্যাবলো ছট পুজো উপলক্ষে আগামী কয়েক দিন আসানসোল শহর ছাড়াও কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ পুর এলাকায় ঘুরবে।
- Asansol : अधिवक्ता सह पत्रकार संग्राम सिंह को बाइक ने मारी टक्कर, गंभीर रूप से घायल
- ছাগল চুরির CCTV ফুটেজ ভাইরাল, হাতেনাতে ধরা পড়লো ২ চোর
- দুর্গাপুরে নির্যাতিতার বাবাকে নিয়ে টানাটানি, বিতর্ক বিজেপি নেতাদের সঙ্গে বাকবিতন্ডা অভয়া মঞ্চ ও ডক্টর্স ফোরামের, কটাক্ষ শাসক দলের
- Asansol : 7 कन्याओं के विवाह को 51 हजार कर दिए गए, 12 महिलाओं को स्वावलंबन के लिए सिलाई मशीन प्रदान
- দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে ও কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ বিজেপির