ছট পুজোয় আসানসোল পুরনিগমের ট্যাবলো উদ্বোধনে মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন ছট পুজোকে সামনে রেখে আসানসোল পুরনিগম এলাকায় ট্যাবলো চালাবে পুরনিগম কতৃপক্ষ। মুলতঃ প্রচার ও সচেতনতার জন্য আসানসোল পুরনিগমের এই উদ্যোগ। মোট ১০ টি ট্যাবলো আসানসোল পুরনিগম এলাকায় ছট পুজো উপলক্ষে ঘুরবে।
শুক্রবার সকালে আসানসোল পুরনিগম ভবনে এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এইসব ট্যাবলোর যাত্রা শুরুর শুভসূচনা করেন মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ মানস দাস, ওএস বীরেন্দ্রনাথ অধিকারী, প্রবাল বোস সহ অন্যান্যরা।




এই প্রসঙ্গে মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ট্যাবলো বার করা হচ্ছে। ১০ টি ট্যাবলো ছট পুজো উপলক্ষে আগামী কয়েক দিন আসানসোল শহর ছাড়াও কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ পুর এলাকায় ঘুরবে।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ