অন্ডাল এয়ারপোর্ট থেকে তিন দিন পর শুরু হলো বিমান পরিষেবা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : ( Andal Airport News ) টানা বৃষ্টির কারণে জল জমে ছিল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে । সেজন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ ছিল বিমান পরিষেবা । সোমবার থেকে ফের বিমান পরিষেবা চালু হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষ ।
টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার গভীর রাতে জলমগ্ন হয়ে পড়ে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর । রানওয়ে, ট্যাক্সিওয়ে, টারম্যাক, টার্মিনাল সর্বত্র জল জমে যায় । জমা জল ও দুর্যোগের কারণে শুক্রবার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যায় । একটি বেসরকারি সংস্থা এই বন্দর থেকে চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও দিল্লি উড়ান পরিষেবা দিয়ে থাকে । শুক্রবারের পর শনি ও রবিবার বিমান পরিষেবা বাতিল করা হয় । সোমবার থেকে ফের বিমান পরিষেবা চালু হয় ।
এদিন সকাল ৯ টা ১৮ মিনিটে মুম্বাই থেকে প্রথম উড়ানটি অন্ডালের কাজী নজরুল ইসলাম বন্দরের রানওয়েতে নামে । অন্যান্য বিমানগুলিও নির্ধারিত সূচি মেনে অনুযায়ী এদিন চলেছে বলে জানান সংশ্লিষ্ট বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল । টানা তিন দিন বিমান পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু যাত্রী । সোমবারের পরিষেবা চালু হওয়ায় খুশি তারা । এদিন সকাল থেকে বিমানবন্দর চত্বরে বহু যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায় ।