আসানসোলে মোবাইল দোকানে দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দেওয়াল কেটে একটি মোবাইল ফোন বিক্রির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। বুধবার রাতে কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে
আসানসোল উত্তর থানার আসানসোল রেলপারে আসানসোল পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের ছোটো বাজার শিবমন্দির সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মোবাইল দোকানের মালিক ধর্মেন্দ্র কুমারের দাবি, চোরেরা দোকান থেকে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা ক্যাশ বাক্স থেকে নিয়ে গেছে।
খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঐ মোবাইল দোকানে আসেন। দোকান মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ নেওয়ার পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন আসানসোল রেলপার ব্যবসায়ী সমিতির সদস্যরা।
জানা গেছে, অন্যদিনের মতো বুধবার রাতে দশটা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এদিন সকালে তিনি আবার দোকান খোলার খোলার পরে দেখেন, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ক্যাশবাক্স খোলা। এরপর তিনি দেখেন দোকানের পেছনের দেওয়ালের অনেকটা কাটা রয়েছে। তা দেখে তিনি বুঝতে পারেন যে, এই দেওয়াল কেটে চোরেরা বুধবার রাতে কোন এক সময় দোকানের ভেতরে ঢুকে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার মতো মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা চুরি করেছে।
এই খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে আসানসোল রেল ব্যবসায়ী সমিতির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন যে, তার ঠিক কি কি চুরি গেছে।
এই সংগঠনের সভাপতি আশিস চট্টোপাধ্যায় বলেন, ধর্মেন্দ্র কুমারের মোবাইল দোকানে এ চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশের উচিত দ্রুত তদন্ত করে চোরদের গ্রেফতার করে, চুরি যাওয়া জিনিস উদ্ধার করা। পাশাপাশি এলাকার দোকানদারদের নিরাপত্তা দেওয়ারও দাবি জানান তিনি।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করা হয়েছে।