আসানসোলে পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অভিযান, উদ্ধার ৪৪ কেজি গাঁজা, ধৃত তিন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পাচার করার আগেই ৪৪ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বা ডিডি। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের কাঁকড়শোল এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করে ।ডিডি সূত্রে জানা গেছে, ধৃতরা নদিয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল। কিন্তু সেই গাঁজা পাচার করার আগেই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, তার খবর গোপন সূত্রে পেয়ে যান।




এরপরই তারা আসানসোলের কাঁকড়শোল এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা সহ তিনজনকে ধরে ফেলেন। এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ।এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ঐ তিনজনকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তারা এতো পরিমাণ গাঁজা কোথায় পাচার করার জন্য আসানসোলে নিয়ে এসেছিলো। জানা গেছে, বৃহস্পতিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ রিমান্ড বা হেফাজতে নেওয়া হবে। যাতে ডিডির আধিকারিকরা তাদেরকে জেরা করে এই গাঁজা সম্পর্কে আরো তথ্য জানতে পারেন।