আইএসএল লিগ জয়, মোহনবাগান অধিনায়ককে সম্বর্ধনা আসানসোল মেরিনার্স’ র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শহর আসানসোল থেকে ২২০ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে , আসানসোল মেরিনার্স পৌঁছে গেছিলো সুভাষগ্রামের বাসিন্দা ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মোহনবাগান অধিনায়ক শুভাশীষ বসুর কাছে। ফুটবলে তার অসামান্য কৃতিত্বের জন্য তাকে সম্বর্ধনা দেয় আসানসোল মেরিনার্স। মোহনবাগানে তার অসামান্য পারদর্শিতায় ২০২৪-২৫ মরসুমের আইএসএল লীগ শিল্ড এবং কাপ জয়, প্রতিটি বঙ্গবাসীর তিনি শুধু গর্বই নন, এক অসামান্য অনুপ্রেরণাও, বলে আসানসোল মেরিনার্স” র পক্ষ থেকে বলা হয়েছে।




আসানসোল মেরিনার্স পরিবারের পক্ষ থেকে তাই মোহনবাগানের অধিনায়ক শুভাশীষ বসুকে আগামী দিনের জন্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
স্বাভাবিক ভাবেই আসানসোল মেরিনার্স”র কাছ থেকে এমন অভ্যর্থনা পেয়ে আপ্লুত বাগান অধিনায়ক।