আসানসোল বিবি কলেজে কম্পিউটার ল্যাব ও ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বিবি কলেজে শনিবার জিবি বা গভর্নিং বডির একটি বৈঠক হয়। এই বৈঠকে বিবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু, কলেজের অন্যান্য অধ্যাপক এবং গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন বিবি কলেজে দুটি নতুন ল্যাব ও সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী ফলক উন্মোচন করে সেগুলোর উদ্বোধন করেন।




এই প্রসঙ্গে ডঃ অমিতাভ বসু বলেন, এদিন বিবি কলেজ গভর্নিং বডির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কলেজের উন্নয়ন সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, এখানে একটি নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের জন্য ৫০টি আসন বিশিষ্ট এমন একটি কম্পিউটার ল্যাবটি তৈরি করা হয়েছে।
এছাড়াও, এখানে একটি ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারও উদ্বোধন করা হয়েছে। অর্থের অভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টারে যেতে না পারেনা অনেক পড়ুয়া। সে পড়ুয়াদের এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অফলাইন এবং অনলাইন কোচিং দেওয়া হবে।