হিরাপুর থানায় পূজো গাইড ম্যাপের উন্মোচন
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় আসানসোল পূজো গাইড ম্যাপ ২০২৫ নিয়ে শনিবার পঞ্চমীর দুপুরে একটি বৈঠক হয়। পূজোর দিনগুলোতে জনসাধারণের সুবিধার্থে যানজট এড়াতে সুষ্ঠু ব্যবস্থা ও প্যান্ডেল দেখা নিশ্চিত করার জন্য এই গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে ডিসিপি ( পশ্চিম) সন্দীপ কররা বলেন, পূজো গাইড ম্যাপে প্যান্ডেলে যাওয়ার জন্য পুরো রুটের তথ্য দেওয়া হয়েছে। শিশুদের জন্য পরিচয়পত্রও জারি করা হয়েছে। হিরাপুর থানা এলাকায় ৬০টি পুলিশ বুথ রয়েছে। এছাড়া, দুর্গাপুজোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে যে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে, তাতে হেল্পলাইন নম্বর সহ সমস্ত কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। ম্যাপে পুলিশ বুথ, পূজো প্যান্ডেল, হাসপাতাল, পেট্রোল পাম্প এবং বাস স্ট্যান্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্যও রয়েছে।



তিনি আরও বলেন, পূজো প্যান্ডেল এবং পার্কিং লটের জন্য কিউআর কোডও দেওয়া হয়েছে। যা এগুলি খুঁজে পাওয়া সহজ করে তোলে। মানচিত্রটিতে সমস্ত যানবাহনের জন্য নো-এন্ট্রি এবং একমুখী লেনও তুলে ধরা হয়েছে। এই গাইড ম্যাপ সোশ্যাল মিডিয়ায় পুলিশ কমিশনারেটের পেজেও পাওয়া যাবে। এসিপি ( হিরাপুর) ইপ্সিতা দত্ত কোন রাস্তায় যাওয়া যাবে, গাড়ি পার্কিং এবং বিকাল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত টোটো চলাচলে উপর বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তিনি বলেন, কিছু বাসকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন হিরাপুরের সিআই অশোক সিং মহাপাত্র, হিরাপুর থানার ওসি তন্ময় রায় সহ অন্যান্যরা।