আসানসোল আপকার গার্ডেন ৮৫ বছরের কালিপুজোর খুঁটিপুজোথিম ” বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা”র বিরুদ্ধে সচেতনতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* একটা সময় বাংলায় দুটি কুসংস্কার ছিলো। একটা হলো বাল্যবিবাহ ও অন্যটি হলো সতীদাহ প্রথা। এই দুটির বিরুদ্ধে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় সরব হয়েছিলেন। ইংরেজদের সঙ্গে লড়াই করে তারা এই দুটি কুসংস্কারকে সমাজ থেকে নির্মুল করতে সচেতনতা তৈরি করেছিলেন। এমনই কিছু কাজ করে যারা সমাজ সংস্কার শুরু করেছিলেন, তাদেরকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আসানসোল আপকার গার্ডেনের এই বছরের কালিপুজোয়। ২০২৫ এর কালিপুজো এবার ৮৫ বছরের। শুক্রবার আসানসোল আপকার গার্ডেন পার্কে এবছরের কালিপুজোর খুঁটি পুজো হয়।



এই প্রসঙ্গে আপকার গার্ডেন কালিপুজো কমিটির কার্যকরী সভাপতি শ্যামল সিনহা বলেন, এই বছর আমাদের পুজো ৮৫ বছরের। বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার মতো কুসংস্কার নির্মুল করতে রাজা রামমোহন রায় ও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা কি করেছিলেন, তা এবারের পুজোর থিমে তুলে ধরা হবে। আমরা বর্তমান সমাজ ব্যবস্থা ও আধুনিকতারা যুগে সবকিছুই ভুলে যেতে বসেছি। তাই আমরা বাঙালির মনে এইসব কিছু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই থিম করছি। তিনি আরো বলেন, এবারের পুজোয় পুরোপুরি বাঙালিয়ানাকে তুলে ধরা হবে।
১৯ অক্টোবর পুজোর উদ্বোধন। ২৪ অক্টোবর প্রতিমা নিরঞ্জন। তার মধ্যে ২১ অক্টোবর সুজয় ভৌমিক, ২২ অক্টোবর অর্পিতা চক্রবর্তী ও ২৩ অক্টোবর অ্যালবার্ট কাবো সংগীত পরিবেশন করবেন। এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সুমন্ত দাস, সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক দেবাঞ্জন দাসগুপ্ত, কোষাধ্যক্ষ তপন সেনগুপ্ত, কো-অর্ডিনেটর অঞ্জন রায়, প্রাক্তন কাউন্সিলার সুবর্ণা রায় সহ অন্যান্যরা। আপকার গার্ডেন কালিপুজো কমিটির চেয়ারম্যান হলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।