আসানসোলের সাংসদ Shatrughan Sinha নিখোঁজ পোস্টার ঘিরে বিতর্ক
কটাক্ষ বিজেপির, জবাব তৃণমূলের
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সারা দেশের সঙ্গে আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে সাড়ম্বরের সঙ্গে পালিত হলো ছটপুজো। কিন্তু আসানসোলের তৃনমুল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলে অনুপস্থিত বা দেখা মেলেনি। আর এই নিয়ে কুলটি ও বরাকরের অনেক জায়গায় পোস্টার লাগানো হয়েছে। হিন্দিতে লেখা সেই পোস্টারে আসানসোলের সাংসদকে ” নিখোঁজ” বলা হয়েছে। সাংসদের একটা ছবির সঙ্গে ৬ লাইন লেখা আছে সেই পোস্টারে। সবশেষে লেখা ” আসানসোল কি জনতা “।স্বাভাবিক ভাবেই এই পোস্টার নিয়ে কুলটি এলাকায় বিতর্ক তৈরি হয়েছে। বাকবিতন্ডায় জড়িয়েছে শাসক দল ও বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে শাসক দল।













এই বিষয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, দুর্গাপুজো, কালিপুজো এবং ছটপুজো আসানসোলের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। বিহার এবং ঝাড়খণ্ড ছাড়াও অন্যান্য রাজ্যের মানুষও এই উৎসবগুলিতে অংশ নিতে আসানসোলে আসেন। কিন্তু আসানসোলের সাংসদ অনুপস্থিত। তার দেখা নেই। অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেন, এখন বিজেপিকে কলকাতার ভবানী ভবনে শত্রুঘ্ন সিনহার নিখোঁজের রিপোর্ট করতে হবে। বিধায়ক বলেন, বিজেপির জন্য কেউ বহিরাগত নয়। কিন্তু আসানসোলের সাংসদ পরিযায়ী শ্রমিকদের মতো হয়ে গেছেন।
আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা যেমন আসানসোলের মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করেন না, তেমনি তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদও। তিনি বেশিরভাগ সময় দুর্গাপুরে নিখোঁজ থাকেন। তারও দেখা পাওয়া যায় না। উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়ার দুর্গাপুরে ধর্ষণ ঘটনা ঘটলো। তার পরেও কীর্তি আজাদকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, এখন আসানসোলের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা শত্রুঘ্ন সিনহার মতো কাউকে তাদের সাংসদ হিসেবে চান কিনা? যিনি তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করেন না। তাদের পাশে উৎসবেও থাকেন না।
এদিকে, এই বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় বলেন, এটি বিজেপির একটি ষড়যন্ত্র। বিজেপি জানে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা যাবে না। সেই কারণেই তারা এই ধরণের সস্তা কৌশল অবলম্বন করছে। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হোক বা মন্ত্রী মলয় ঘটক, সকলেই শত্রুঘ্ন সিনহার সাথে সমন্বয় করে এই এলাকার মানুষের জন্য কাজ করছেন। সাংসদ প্রতি মাসে আসানসোল আসেন। মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করেন। তিনি পোস্টার লাগানোকে কটাক্ষ করে বলেন, বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। তাই তারা এই ধরণের কাজ করছে । তবে এতে তৃনমুল কংগ্রেসের কিছু হবেনা।


