গ্যালাক্সি মলে উইন্টার কার্নিভাল
বেঙ্গল মিরর, আসানসোল:আসানসোল গ্যালাক্সি মল এ শুরু হয়েছে মিড উইন্টার কার্নিভাল.এই বিষয়ে মঙ্গলবার গ্যালাক্সি মলে এক সাংবাদিক সম্মেলন করা হয়. উপস্থিত ছিলেন মলের জি. এম. সঞ্জয় চ্যাটার্জী, এসিস্টেন্ট কমার্সিয়াল ম্যানেজার ধনঞ্জয় সিং, টেকনিক্যাল হেড বিশ্বদেব বাসু. সঞ্জয় বাবু বলেন 50 টাকায় যে কোনো সিনেমা দেখা যাবে, 50 টাকায় কসমস ফুড কোডে খাবার খাওয়া যাবে, শপিং করার ক্ষেত্রে মলের অধিকাংশ স্টোরে 50 শতাংশ ছাড় থাকছে, গাড়ি পার্কিং ক্ষেত্রেও থাকবে 50 শতাংশ ছাড়, sob কিছুতেই 50 শব্দটি উলেক্ষ থাকছে তাই কার্নিভাল এর নাম দেওয়া হয়েছে @50, এই অফার থাকবে পয়লা ফেব্রুয়ারী থেকে 9ই ফেব্রুয়ারী পর্যন্ত. তিনি আরো জানান
এই অফারে শিল্পাঞ্চল ও তার পার্শবর্তী এলাকার মানুষ ভালো সাড়া দিয়েছেন. প্রতিদিন মলে মানুষ জনের ভালো উপস্থিতি থাকছে…..