ASANSOL-BURNPUR

আসানসোলের বার্নপুর থেকে খুব শীঘ্রই বিমান পরিষেবা শুরু হতে চলেছে:

বেঙ্গল মিরর, আসানসোল, ১৬ ই মার্চ, ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত: 
  বার্নপুর বিমানবন্দরে খুব শীঘ্র বিমান পরিষেবা চালু হতে চলেছে। এটি চালু হলে শিল্পাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূর্ন হবে এটা বলাই বাহুল্য।
 গত শনিবার আসানসোলে বণিক সভার এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন বার্নপুর থেকে বাগডোগরা হয়ে বিমান গুয়াহাটি রুটে চলবে । 

 বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘ পশ্চিমবঙ্গ সরকার শিল্পের প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটানোর চেষ্টা করছে এবং সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে একটি বিমান সংস্থার সঙ্গে কথাবার্তাও সম্পন্ন হয়েছে। বিমান চালানোর জন্য বার্নপুর থেকে যে সব পরিকাঠামো প্রয়োজন, তার সবই হয়ে গিয়েছে।’ 
 দক্ষিণবঙ্গ বণিকসভার পক্ষ থেকে রাজেন্দ্র প্রসাদ খৈতান ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা আশা রাখি ভুবনেশ্বরে ও রাঁচি পর্যন্ত বিমান পরিষেবা অবশ্যই বার্নপুর থেকে চালানো সম্ভব হবে।’ 
 কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে দেশের বিভিন্ন ছোট শহরের মধ্যে বিমান সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৬ সালে। এ রাজ্যে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয় ইস্কোর বার্নপুরের বিমানবন্দরটি।
আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় ওই বিষয়ে বলেন, ‘ আগামী সপ্তাহে আমি ইস্কো এবং অসামরিক বিমান পরিবহণ দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবো। ওখানে এখন সমস্ত কাজ সম্পন্ন হলেও বেশ কয়েকটি গাছ না কাটলে বিমান ওঠানামা করা সম্ভব হবে না এবং এই গাছগুলো সবই ব্যক্তিগত মালিকানাধীন। মহকুমাশাসকের দপ্তর গাছের মালিকদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে সিদ্ধান্ত নেবে। আমাদের উপরে মুখ্যসচিব পর্যায় থেকে শুরু করে সমস্ত উচ্চ পর্যায়ের চাপ রয়েছে দ্রুত বিমান চালানোর জন্যে।’
বার্নপুর থেকে বিমান পরিষেবা চালু হলে শিল্পাঞ্চলে মানুষদের বিশেষতঃ ব্যবসায়ীদের যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উপকার হবে টা বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *