আসানসোলে গরীব মানুষদের রেশন সামগ্রী দিলেন মেয়র পত্নী









আসানসোলের জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন দেবী স্থান মন্দিরে চৈতালিদেবী গরীব পরিবারের হাতে চাল, ডাল, আটা, নুন, তেলের প্যাকেট তুলে দেন। তিনি বলেন, লক ডাউনের কারনে গরীব মানুষদের যাতে কোন রকম সমস্যা না হয়, তারজন্য এই চেষ্টা করা হয়েছে। তিনি সবার কাছে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে বাড়িতে থাকার আহ্বান করেন। যাতে আমরা সবাই মিলে করোনা ভাইরাসকে হারাতে পারি।








