আসানসোল করপোরেশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি সিনিটাইজেশন
বেঙ্গল মিরর, আসানসোল: কারোনার হাত থেকে রক্ষা পেতে এবার আসানসোলে বাড়ি বাড়ি সিনিটাইজেসনের কাজ শুরু হল। শনিবার সকালে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের উদ্যোগে , স্থানীয় 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপী হুইলার এর নেতৃত্বে কে এস টি পি এলাকায় ঘরে ঘরে সিনিটাইজ করা হল। উক্ত এলাকায় গাড়ির মাধুওমে প্রায় 29 টি বাই লেন ও 400 বাড়িতে এই কাজ করা হয়।
স্থানীয় কাউন্সিলর জানান যে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি সিনিটাইজ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাইরের লোক যাতে আসতে না পারে সে কারণে জঙ্গল দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ বলে জানান তিনি।