করোনা ভাইরাসের মোকাবিলায় লড়াই / পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরকে পিপিই, স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস দিলো দূর্গাপুরের হেলথ্ ওয়ার্ল্ড হাসপাতাল
বেঙ্গল মিরর, আসানসোল , ২১ এপ্রিলঃ করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে একমাসেরও বেশি ধরে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। এবার সেই চিকিৎসক সহ অন্যান্যদের বিভিন্ন সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো দূর্গাপুরের বেসরকারি হাসপাতাল হেলথ্ ওয়ার্ল্ড ।
মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে আইএমএ বা ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশনের আসানসোল শাখার উদ্যোগে হওয়া এক অনুষ্ঠানে ঐ বেসরকারি হাসপাতালের তরফে চিকিৎসক ডাঃ অরুনাংশু গাঙ্গুলি স্বাস্থ্য দপ্তরকে পিপিই, স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস তুলে দেন। একইসঙ্গে সাংবাদিকদেরও স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয় । ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ দেবাশীষ হালদার, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দজী মহারাজ, আইএমএর আসানসোল শাখার সভাপতি ডাঃ শ্যামল সান্যাল সহ অন্যান্যরা।
হাসপাতালের চিকিৎসক ডাঃ গাঙ্গুলি বলেন, আমরা এই মহামারী আটকাতে যারা প্রতিনিয়ত যুদ্ধ চালাচ্ছেন তাদের পাশে সব সময় আছি। তাদেরকে যতটুকু সাহায্য করার করছি। আইএমএর সভাপতি সহ অন্যান্যরা বলেন, স্বাস্থ্য দপ্তর যা বলছে তা সবাই মেনে চলুন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পাশে দাঁড়ান।