আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের চাল বিলি
বেঙ্গল মিরর, আসানসোলঃ আসানসোল পুরনিগমের ২২০০ সাফাই কর্মীকে ১০ কিলো করে চাল দিলো ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিস্ট্রিবিউটার এ্যাসোসিয়েশান।
বুধবার আসানসোল পুরনিগম কার্যালয়ে এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন চাল বিলি করা হয়। ছিলেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন , পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, পুরকমিশনার তথা জেলার অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি। ও আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) সায়ক দাস।