আসানসোল পুরনিগমের ৮ নং ওয়ার্ডে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে গরীব মানুষদের মধ্যে রেশন বিলি
বেঙ্গল মিরর , রাহুল তেওয়ারি, জামুড়িয়াঃআসানসোল পুরনিগমের ৮ নং ওয়ার্ডের নর্থব্রুক এলাকায় রবিবার তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে গরীব মানুষদের মধ্যে রেশন বিলি করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। মেয়রের হাত দিয়েই গরীব মানুষদের রেশম বিলি করা হয়।অনুষ্ঠানে মেয়র বলেন, কিছু মানুষ এমন আছেন যারা নিজেদের পরিবারের দায়িত্ব পালন করার পাশাপাশি তার বাইরে যে সমাজে তারা বাস করেন, সেই এলাকা বা কলোনির বাসিন্দাদের নিজেদের পরিবারের সদস্য হিসাবে মানেন৷এই ধরনের মানুষেরা নিজেদের পরিবারের পাশাপাশি এলাকার মানুষের কথা ভাবেন। তিনি আরো বলেন, এখানে যারা আছেন তাদের মধ্যেে বিভাজন আছে। সেই বিভাজন যদি থাকতো, তাহলে, এই অনুষ্ঠান আরো বড় করে হতো।
আমি তো কাউকে বাধ্য করতে পারিনা। কিন্তু অনুরোধ করতে পারি। এটা কোন ভারত পাকিস্তানের যুদ্ধ নয়। কোন কারণে নিজেদের মধ্যে মতবিরোধ থাকলে, তা নিজেদের মধ্যে ঘরে বসে মিটিয়ে নিন। যাহলে, আরো উৎসাহের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি কাউন্সিলার বাঁটুল রজককে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বসে বৈঠক করে, নিজেদের মধ্যেকার মতবিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে। যাতে, আগামী দিনে সবাই একসঙ্গে হয়ে দলের কাজ করতে পারেন৷ এখনো এমন কিছু মানুষ আছেন যারা বিজেপিকে ভালোবাসেন। এই রকম মানুষ দের নিজেদের ভালোবাসা ও কাজ দিয়ে তৃনমুল কংগ্রেসের প্রতি ভালোবাসা বাড়ান ও তাদের দলে সামিল করান৷ যারা এখনো বিজেপিতে আছেন, তাদের নিয়ে ভাবার প্রয়োজন আছে। তারা কেন আমাদের সঙ্গে নেই, তা নিয়েও আমাদের ভাবার প্রয়োজন। বাংলায় কেউ যদি বিজেপিকে সমর্থন করে, তা আমাদের বিফলতা। পুরো দেশে মমতা বন্দোপাধ্যায় ছাড়া, এমন একজনও মুখ্যমন্ত্রী নেই, যিনি নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের সেবা করেন৷ এরপরও যদি কেউ আমাদের থেকে দূরে থাকেন, তাহলে সেটা আমাদের ব্যর্থতা ছাড়া কিছু নয়। আপনারা আজ যে ভালোবাসা দেখিয়েছেন, এটা শুধু দেখানো, সত্যি, তা একমাস পরে প্রমাণ হবে। যখন সবাই একসঙ্গে এক মঞ্চে থাকবেন৷