বাংলার যুব শক্তি অভিযান নিয়ে পশ্চিম বর্ধমান জেলা স্তরের বৈঠক আসানসোলে









তিনি আরো বলেন, দলের কাছে ভালো লোকের পরীক্ষা করার কোন উপায় ছিলোনা। কিন্তু, এবার আর কেউ কোন গাফিলতি করতে পারবেনা। সত্যি যারা ভালো কাজ করছে, তাদের এগিয়ে আসার এটা একটা সূবর্ণ সুযোগ। অধিকাংশরাই বলেন, ভালো কাজ করতে চাই। কিন্তু মঞ্চে জায়গা পাওয়া যায় না। এবার সেই অভিযোগ আর হবেনা। কোন বাধাও আর থাকবে না। আপনার ভালো কাজের মূল্যায়ন এবার সরাসরি অভিষেক বন্দোপাধ্যায় আপনাদের ও আমার ভূমিকা তৈরী করবে। যে সমাজের জন্য কিছু করতে চায়, সে এটার লাভ পাবেন৷ অতীতে এই সুযোগ আমাদের ছিলোনা। তারজন্য এর সুযোগ নিয়ে নিজের প্রতিভা বিকশিত করুন। আপনারা যে ৫০ জনের সঙ্গে যুক্ত হবেন, তাতে দলের পাশাপাশি সমাজ ও রাজ্যের ভালো হবে।





