কুলডাঙ্গা ও ঘুড়ারডাঙ্গা গ্রামে মোট ৮০টি পরিবারের সদস্যদের বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি,সালানপুর*
বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলডাঙ্গা আদিবাসী গ্রামে ৫০টি পরিবার ও
ঘুড়ারডাঙ্গা গ্রামে ৩০টি বাউরি সমাজের সমস্ত পরিবারের সদস্যগন বিজেপি দল ছেড়ে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে দেখে,কুলডাঙ্গা ও ঘুড়ারডাঙ্গা গ্রামে মোট ৮০টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।তারা নিজেরা বুজতে পেরেছে অসময়ের সময় আসলে করা তাদের পাশে দাঁড়িয়েছে।
এই সব অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয় কিন্তু এই করোনা মহামারীতে সাংসদের ও তাদের দলের কর্মীদের দেখা পাওয়া যায়নি আসানসোলে।
এই রাজনীতি সাধারণ মানুষ বুজে গেছে এর জবাব সঠিক সময়ে দেবে আসানসোলের মানুষ।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ,পুচড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পার্থসরথী মুখার্জী,
জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ সহ আরো অনেকে