ASANSOL-BURNPUR

TikTok -সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার!

বেঙ্গল মিরর,২৯ শে জুন ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত :
অবশেষে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। তথ্যপ্রযুক্তি আইনের 69A ধারা ব্যবহার করে TikTok, UC Browser, Helo-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র! কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটি কোটি ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্প্রতি TikTok-এর ব্যবহারকারীদের তথ্যচুরির বিষয়টি ধরা পড়েছে। Apple -এর নতুন অপারেটিং সিস্টেম iOS 14-এর একটি বিশেষ ফিচারের মাধ্যমে ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে। এটিও জানা গেছে, শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে iPhone ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাত TikTok।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানানো হয়েছে, ভারতীয় সাইবার সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 
ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে চিনা অ্যাপের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র এটা বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *