RJSP পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন রানিবাঁধ ব্লকের 300 আদিবাসী মানুষ


রানিবাঁধের মানুষ অভিযোগ করেন আদিবাসীদের কথা কোনো রাজনৈতিক দল ভাবেনি ! শুধু ভোটের আগে প্রতিটি দল তাঁদের কাছে এসে প্রতিশুতির বন্যা ভাসিয়ে দেয়, কিন্তু ভোট মিটে গেলে কেউ মনে রাখে না ! স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক শ্রী আনন্দ কুমার সোরেনের হাত ধরে এরা RJSP পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন / উল্লেখ করা যেতে পারে শ্রী আনন্দ কুমার সোরেন গত লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে RJSP পার্টির প্রার্থী ছিলেন