ধানবাদ জেলায় প্রবেশের জন্য নিতে হবে অনুমতি
ধানবাদঃ- পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ধানবাদ জেলা প্রশাসন। নিরসার এসডিপিও বিজয় কুশয়া এক প্রেস বার্তায় জানিয়েছেন, ধানবাদ জেলায় প্রবেশ করতে গেলে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কাউকেই ধানবাদ জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না। কোভিড-১৯ যেভাবে ধানবাদ জেলায় প্রভাব বিস্তার করেছে তাকে কন্ট্রোল করার জন্যই এই সিদ্ধান্ত ধানবাদ জেলা প্রশাসানের। এই নিয়ম কে অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।গ