জেলায় ১৮ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে গত ২৪ ঘন্টায়
আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানের আসানসোলে দিনের পর দিন করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
এবার জেলার স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের এক কর্মীর করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। ওদিকে আসানসোল জেলা হাসপাতালে নার্সের পুত্রের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ওই যুবক রেলপার পাশেই ধাদকা অঞ্চলের বাসিন্দা। আবার অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালের রোগীদের জন্য খাবার পরিবেশনকারী ঠিকাদারের অধীন এক রাধুনীর কোন সংক্রমণ এর খবর পাওয়া যাচ্ছে।
এর সাথেই বার্নপুরের করিম ডাঙ্গাল এলাকার এক সদ্য বিবাহিত যুবকের করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। ২০ দিন আগেই ওই যুবকের বিবাহ হয়েছিল। আর এই খবর প্রকাশ্যে আসার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৪ ই জুলাই পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় রাজ্য সরকারের হেলথ বুলেটিন অনুযায়ী ১৮ জন করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।