বুধবার থেকে আসানসোল শহরে সকাল ৮ টা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে দোকান বাজার:
বেঙ্গল মিরর ,আসানসোল,২০ শে জুলাই, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমান জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় আসানসোল মহকুমা প্রশাসন আগামী বুধবার ২২ তারিখ থেকে দোকান বাজার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখার সময়সীমা ধার্য করেছেন। আসানসোলের মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলী সরকারি আদেশনামা জারি করে নির্দেশ দিয়েছেন ওষুধ গোলদারি এবং অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকান সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা রাখা যাবে। যিনি নির্দেশে প্রত্যেকটি থানার অন্তর্গত সমস্ত দোকান বাজার গুলির আলাদাভাবে সূচি প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের ডিসট্রিক চেম্বার অব কমার্সের জগদীশ বাগড়ি, সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের রবি মিত্তাল, জামুরিয়া চেম্বারের জগদীশ খৈতান, আরেকটি ব্যবসায়ী সংগঠনের সচিব সুব্রত দত্ত সবাইকে তিনি এই নির্দেশ নামা জারি করে তা পালন করতে বলেছেন।(নিচে লিস্ট দিয়ে দেওয়া হল)





