শহর কথা’ র ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত,আসানসোলঃ শহর কথা’ র পক্ষ থেকে লক ডাউনের মধ্যে আয়োজিত হওয়া একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রবিবার হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। বার্ণপুর রোডের একটি হোটেলে হওয়া সেই অনুষ্ঠানে মেয়র বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। মেয়র বলেন, লক ডাউনে সবকিছু যখন সিল ছিলো, তখন আপনাদের কার্যকলাপ জন্য একটা মঞ্চ ছিলো। এটা জেনে বেশ ভালো লাগছে। এটা একটা শুধু মঞ্চ ছিলোনা , তা মান্যতাও দিয়েছে। এর পেছনে আপনাদের ভাবনাকে সাধুবাদ জানাই। সমাজে এই রকম বিচারধারার মানুষ এখনো আছেন। তারজন্য আমরা সবকিছু ও সব পরিস্থিতি মোকাবিলা করতে পারি৷ হতে পারে করোনা আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময়। করোনা আজ আছে, কাল চলে যাবে। কিন্তু আমাদের সামান্য জীবনে আপনাদের বিচার ধারা সবাইকে নতুন রাস্তা দেখাবে।অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবাশীষ সাধু, শৈলেন সরকার উপস্থিতছিলেন।