COVID 19RANIGANJ-JAMURIA

বহুলা কোলিয়ারি তে করোণা আক্রান্তের হদিশ

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ:শিল্পাঞ্চলে করোণা আক্রান্তের হদিশ। বহুলা কোলিয়ারি তে কর্মরত এক শ্রমিকের করণা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। তারপর তাকে ইসিএলের কেন্দ্রীয় চিকিৎসালয় কাল্লা হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তার রক্তের নমুনা পাঠানো হয় ।রক্তের নমুনা রিপোর্ট পজিটিভ আশাতেই তাকে দুর্গাপুরে কোভিদ হাসপাতাল সনোকা হসপিটাল স্থানান্তরিত করা হয়। শ্রমিকের বয়স আনুমানিক 49। তিনি ফিটার হেলপার হিসেবে কর্মরত ছিলেন বহুলা কোলিয়ারি তে। ওই শমিকের পজিটিভ রিপোর্ট আসার ফলে তার সাথে কর্মরত আরো পাঁচ জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। এ বিষয়ে ইসির আধিকারিকরা বলেন, এই মহামারী এখন দেশজুড়ে চলছে। তাই আমরা প্রথম স্তর থেকেই কোলিয়ারি চত্বর সানিটাইজ করে চলেছি এবং সকলকে মাক্স প্রদান করেছি। এবং কোলন আক্রান্ত শ্রমিকের সাথে কর্মরত শ্রমিকদের কে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *