ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এলাকায় স্যানিটাইজেশন কর্মসূচি
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: করোনা ভাইরাসের সংক্রমণ সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোলে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় এই সংক্রমণকে নিয়ন্ত্রণ আনতে রাজ্য সরকার সহ রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল রাস্তায় নেমে কাজ করছেন।
একইভাবে বামফ্রন্টের যুব সংগঠন ডিওয়াইএফআই আসানসোল গ্রাম ইউনিট এর পক্ষ থেকে এলাকায় স্যানিটাইজেশন কর্মসূচি নেওয়া হয়। আসানসোল গ্রাম শাখার উদ্যোগে বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ করার কাজ করছেন। আজ ছিল স্যানিটাইজেশন কর্মসূচির দ্বিতীয় দিন। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বলা হয় এই তাদের এই কর্মসূচি আগামী দিনেও লাগাতার জারী থাকবে।
এই কর্মসূচির দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই লোকাল কমিটির প্রেসিডেন্ট অতনু মুখার্জি , আসানসোল গ্রাম শাখার সেক্রেটারি চন্দ্র নাথ রায়, সভাপতি কৃষ্ণেন্দু রায়, এছাড়া গৌরব রায় সহ অন্যান্য শাখার সদস্যবৃন্দ।