ASANSOLBengali NewsCOVID 19KULTI-BARAKARWest Bengal

পশ্চিম বর্ধমান জেলায় মোট সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩১,কুলটিতে মৃত্যু বৃদ্ধের

বেঙ্গল মিরর, আসানসোল,২৫ শে জুলাই, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ বর্ধমানের কুলটির শ্রীপুর গ্রাম অঞ্চলের এক বৃদ্ধ এর মৃত্যু ঘিরে চাাঞ্চল্য । ওই বৃদ্ধের মৃত্যুকালীন বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর। সূত্র অনুযায়ী খবর, তিনি কিছুদিন আগেই অসুস্থ হয়ে রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১৮ ই জুলাই স্যাম্পল করোনা টেস্টের জন্য নেওয়া হয় এবং ২০ জুলাই সেই রিপোর্ট আসলে তাতে পজিটিভ পাওয়া যায়। হোম আইসোলেশনে বাড়িতে তার মৃত্যু হয়। পুলিশ এবং কর্পোরেশনের তৎপরতায় স্ট্যান্ডার্ড প্রটোকল অনুসরণ করে তার দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। এলাকা স্যানিটাইজেশন করার খবর পাওয়া যায়।
ঘটনা প্রকাশ্যে আসার পর ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ২৫ তারিখে প্রকাশিত হেলথ বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২৯ হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩১ হয়েছে। হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৭ জন আক্রান্ত হয়েছে জেলায়। তবে এরই সঙ্গে মোট ২৯০ জন জেলায় সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *