ASANSOLCOVID 19राजनीति

কোভিড রোগীকে বিনামূল্যে চিকিৎসার সহ এক গুচ্ছ দাবি নিয়ে বিভিন্ন গণ সংগঠনের অবস্থান ও ডেপুটেশন

বেঙ্গল মিরর সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : আজ আসানসোলের বিএনআর মোড়ে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন,ইসিএল ঠিকা শ্রমিক ইউনিয়ন, আসানসোল পিপলস ফোরাম এর আয়োজনে কোভিড চিকিৎসা সংক্রান্ত দাবিপত্র নিয়ে অবস্থান ও পরে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন কল্যাণ মৌলিক,সুদীপ্তা পাল,সৌমেন্দু গাঙ্গুলি, উমেশ দুষাদ,তমাল রায়,প্রদীপ পাত্র প্রমুখ। তাদের দাবি গুলির মধ্যে ছিল ১) সমস্ত কোভিড আক্রান্ত রোগীকে সরকারের দায়িত্বে বিনামূল্যে চিকিৎসা করতে হবে। প্রয়োজনে যাবতীয় বেসরকারি হাসপাতালগুলোকে সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করতে হবে।২) নন কোভিড রোগীদের জন্য অবিলম্বে চিকিৎসাব্যবস্থা চালু করতে হবে।৩)পরীক্ষা বেশি করে করতে হবে রোগ নির্ণয় আইসোলেশন পদ্ধতি সফল করার জন্য এলাকাভিত্তিক টেস্টের ব্যবস্থা করতে হবে।৪)কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষদের হেনস্থাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।৫)চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের জন্য পি পি ই কিট দিতে হবে।৬)অবিলম্বে আসানসোল মহকুমা একটি পূর্ণাঙ্গ কোভিড হাসপাতাল চালু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *