ASANSOLBengali News

সরকারি নিয়ম নীতি কে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তা তৈরির কাজ


আসানসোল , বেঙ্গল মিরর: ফের আসানসোল দুর্গাপুর দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সৃষ্টি করতে চলেছে এক নজির। আসানসোলের 21 নম্বর ওয়ার্ডে কল্যাণপুর স্যাটেলাইট টাউন্সিপ এলাকায় একটি পার্কের ভিতরে সরকারি রাস্তা তৈরির কাজ চলছে। কিন্তু রাস্তা তৈরি থেকে ঢালাই পর্যন্ত দেখা মিলল না ইটের। নিয়ম অনুযায়ী রাস্তা তৈরির আগে সোলিং এর সময় ইট দেওয়া হয় যাতে রাস্তার ক্ষমতা বজায় থাকে। কিন্তু সরকারি কাজে রাস্তা তৈরির সময় মাটি কেটে বালি ভর্তি করে ঢালাই করে দেবার ছবি প্রকাশ্যে এলো। প্রশ্ন উঠেছে প্রকাশ্য দিবালোকে সরকারি নিয়ম নীতি কে বুড়ো আঙুল দেখিয়ে কি ভাবে এই কাজ হচ্ছে ?শুধু তাই নয়, করোনার আবহে কর্মরত শ্রমিকদের কারোর মুখেই দেখা গেল না মাস্ক ও। সোশ্যাল ডিস্টেন্স ও দূর অস্ত।তবে বিনা ইটে ঢালাই পৃথিবীর নবম আশ্চয্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।যদিও এলাকা বাসীর কথায় , তারা কিছুই জানে না, এ ডি ডি এ এর কাজ হচ্ছে। অপর দিকে বিনা ইটে ঢালাই এর কথা স্বীকার করেছেন কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *