ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19

আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা কর্মী করোনা আক্রান্ত

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৯ জুলাইঃ আসানসোল জেলা হাসপাতালে সোয়াব বা লালারসের নমুনা পরীক্ষার পরে বুধবার ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তারমধ্যে একজন হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকি ৬ জন হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে এসেছিলেন। তখন তাদের লালারস পরীক্ষার জন্য নেওয়া হয়। পাশাপাশি তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছিলো। এই ৭ জন আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। জেলা স্বাস্থ্য দপ্তর এই ৭ জনকেই দূর্গাপুরের কোভিড ১৯ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে। অন্যদিকে, মঙ্গলবার রাতে আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের এক মহিলা কর্মীর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঠিকাদারের অধীনে ঐ মহিলা কর্মী আউটডোরে চিকিৎসকের চেম্বারে বসতেন। তার বাড়ি আসানসোলের এসবি গরাই রোডের হিলভিউ এলাকায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *