ASANSOLBengali NewsCOVID 19NationalRANIGANJ-JAMURIAWest Bengal

আমেরিকায় কোভিড ১৯ এর রিসার্চে সহযোগিতা করছেন জামুড়িয়ার মেয়ে স্বেতা

বেঙ্গল মিরর, সন্দীপ চক্রবর্তী, জামুড়িয়া:৩১জুলাইঃ
আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হেক্টার কে কোভিড ১৯ এর রিসার্চে সহযোগিতা করছেন পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার মেয়ে স্বেতা সিং। এর কারণে শুধু মাত্র আসানসোল বা রাজ্যবাসী নয় গোটা দেশের মানুষ স্বেতার জন্য গর্বিত।
স্বেতা জামুড়িয়ার ব্যবসায়ী বৈজনাথ সিং এর কন্যা।

আসানসোল লরেটো স্কুল থেকে মাধ্যমিক পাস করে উচ্চ শিক্ষার জন্য পুনে চলে যায়। ২০১৮ সালে ইঞ্জিয়ার নবনীত সিং এর সঙ্গে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর স্বামীর সাথে আমেরিকার কলম্বিয়াতে চলে যান। কোভিড ১৯ এর জেরে যেখানে বিশ্বের মানুষ আতঙ্কিত সেখানে এই মহামারী রোগের গবেষনায় জন্য অংশ নিয়েছেন স্বেতা। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হেক্টার এর সাথে কোভিড ১৯ এর গবেষনায় সহযোগিতা করছেন স্বেতা। স্বেতাকে এই কাজের জন্য উৎসাহিত করেছেন তার বাবা ও মা। বাবা বৈজনাথ সিং ও মা রামবতী সিং মেয়ের কাজে গর্বিত বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *