পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী অনুপম পাঁজা তৃনমুল কংগ্রেসে যোগ দান করলেন
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধানসভার লাউদোহা গ্রাম পঞ্চায়েতের গত পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী অনুপম পাঁজা শুক্রবার দলবদলে তৃনমুল কংগ্রেসে যোগ দান করলেন। তার সঙ্গে বেশ কিছু অনুগামী বিজেপির কর্মী ও সমর্থকও এদিন বিজেপি ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগ দান করেন। হরিপুরে বিধায়ক কার্যালয়ে পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, নতুন ও পুরনো সবাই একসঙ্গে হয়ে দলের কাজ করবেন। লক্ষ হলো আমাদের জেলার সব আসন জিতে দিদিকে উপহার দেওয়া।