ASANSOLCOVID 19

এসবিএসটিসির ৩ জন কর্মী, আসানসোল কোর্ট বাজারের মাছ বিক্রেতা এবং যাত্রীক ক্লাবের কাছে গর্ভবতী মহিলা পজিটিভ

বেঙ্গল মিরর, আসানসোল, ৪ ই আগস্ট,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই ধারা অব্যাহত মঙ্গলবারও। পশ্চিম বর্ধমান জেলাও এর ব্যতিক্রম নয়।


এদিকে পশ্চিম বর্ধমানে অ্যান্টিজেন টেস্ট বা ব়্যাপিড টেস্টের ফলে এক লাফে রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেক অ্যাসিম্পটম্যাটিক বা উপসর্গবিহীন মানুষের রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে।

এদিকে খবর পাওয়া যাচ্ছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা এস বি এস টি সি এর দুইজন ড্রাইভার এবং একজন কন্ডাক্টার এর কোরোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরা প্রত্যেকেই পুরুলিয়া – কলকাতা এবং বিভিন্ন রুটে ডিউটিরত ছিলেন। তাদের বাহ্যিক সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। এদের মধ্যে একজনের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর, একজন থাকেন দুর্গাপুরে এবং তৃতীয় জন বার্নপুর সংলগ্ন অঞ্চলে থাকেন। খবর পাওয়া যাচ্ছে প্রত্যেকেই কলকাতা রুটে বাস চালানোর কারণে রুটিন কোরোনা পরীক্ষা করা হয়। এরপর ওই সরকারি বাসের কর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই প্রটোকল অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। বস্তুত: কিছুদিন আগেই এসবিএসটিসি এর এক কন্ডাক্টরের শারীরিক অসুস্থতার জন্য মৃত্যু হয় এবং পরে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে অন্য এক কন্ডাক্টরের করোনা আক্রান্ত হলেও পরে তিনি চিকিৎসার পর সুস্থ হয়েছেন।

আরেকটি সূত্র অনুযায়ী আসানসোলের কোর্ট মোড়ের কাছে এক মাছ বিক্রেতার করোনা রিপোর্ট পজিটিভ হবার খবর পাওয়া গেছে। তিনি আসানসোলের ধ্রুবডাঙ্গা অঞ্চলের বাসিন্দা। ওই ব্যক্তির সর্দি কাশি জ্বর এই সমস্ত প্রাথমিক লক্ষণ দেখা যায়। এরপর তার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বেলা গড়াতেই এই খবর প্রকাশ্যে আসতেই কোর্টের কাছে মাছবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিকেলের দিকে কোর্ট বাজার বন্ধ হয়ে যায়। আগামীকাল কোর্ট বাজার স্যানিটাইজ করা হবে সেটি কাউন্সিলর ববিতা দাস ফোনে বলেন।

এছাড়া ৫২ নম্বর ওয়ার্ডের “যাত্রীক ক্লাব” এর কাছে আনুমানিক ২৭ বছর বয়স্ক এক গর্ভবতী মহিলার করোনা আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে। এব্যাপারে ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ববিতা দাস কে ফোন করা হলে তিনি বলেন ওই মহিলার বাড়ির চারিপাশ স্যানিটাইজ করা হয়েছে এবং দরকারি সমস্ত পদক্ষেপই তিনি নেবেন।

সুতরাং যেভাবে সংক্রমিত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাচ্ছে তা বড়সড় চ্যালেঞ্জ জেলা প্রশাসনের।
এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল পশ্চিম বর্ধমানে।সোমবার রাতে অর্থাৎ ৩ র আগস্ট প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য বুলেটিনে দেখা গেছে ২ রা আগস্ট পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমানে মোট কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬২ জন । বর্তমানে মোট ৪০৮ জন সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় সক্রিয় সংক্রমিত হয়েছেন ২২ জন।
জেলায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *