ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANCOVID 19

বারাবনি তে দাদার পর বোন করোনা আক্রান্ত

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লক এর
বারাবানি পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি পল্লী কয়েকদিন আগে মম 25 বছরের এক যুবকের করোনা পজেটিভ পাওয়া যায়। ছতাকে সানাকা দুর্গাপুর হসপিটালে এডমিট করা হয়েছিল আজ সকালে তার বোন পজেটিভ পাওয়া গেছে এই নিয়ে কোটালীপাড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে নেতাজি পল্লীতে আজ সাড়ে বারোটায় সময় এই মেয়েটিকে নিয়ে যাওয়া হল দূর্গাপুর সানাকা হস্পিতাল এবং বারাবনি থানা থেকে নেতাজি পল্লীতে সমস্ত মানুষকে বলা হয়েছে বাড়ি থেকে বাইরে বের হবেন না জায়গাটাকে পুরো সিল করে দেয়া হয়েছে আর ওইখানকার ছবি মানুষকে বলা হয়েছে যে আপনারা টেস্ট করিয়ে নেবেন
এই মেয়েটি হচ্ছে গৃহশিক্ষক প্রায়ই কুড়িটি বাচ্চাকে টিউশনি পাড়ায় আতঙ্ক রয়েছে তাদের অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *