ASANSOLASANSOL-BURNPURBengali NewsKULTI-BARAKARWest Bengal

নিষিদ্ধ পল্লীর কচিকাঁচারা লকডাউন এর দিন খেলো খিচুরি।

বেঙ্গল মিরর, সীতারামপুর, ৮ আগষ্ট ঃ-
লকডাউনেও সীতারামপুরের নিষিদ্ধ পল্লীতে অবস্থিত ‘দিশা জনকল্যান কেন্দ্র’-এ যৌনকর্মীদের পড়ুয়া সন্তানদের কমিউনিটি কিচেন বন্ধ ছিল না ৷ গত কয়েকদিনের মত এদিনও যথারীতি সকাল থেকে রান্না – বান্নার আয়োজন শুরু হয়ে যায় ৷ দিশার শিক্ষিকা রজনী দাশ, টুম্পা দেবীরা নিজেরাই রান্নার কাজকর্ম নিজেই করেন ৷
ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানালেন, যেহেতু এদিন লকডাউনের জন্য বাজার-হাট সবই বন্ধ তাই প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই কিনে রাখা হয়েছিল ৷ কারণ বাচ্চারা অভুক্ত থাকবে সেটি বাঞ্ছনীয় নয় ৷ তিনি আরও জানান, আপাতত সাতদিনের এই স্পেশাল মধ্যাহ্নভোজনের আয়োজন আমেরিকাবাসী প্রবাসী বাঙালিদের ব্যয়ে চলছে ৷
এইদিন পঁচাশি জন শিশু ছাড়াও বেশ কিছু অভাবী মহিলাও দুপুরের খাবার খেতে আসেন ৷
এক যৌনকর্মী জানালেন, তাদের পেশা বন্ধ থাকায় নিদারুণ কষ্টে আছেন তারা ৷ তবু তারা ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে দুপুরে পেটভরে খেতে পাচ্ছেন, সেটুকুই যা স্বস্তি ৷

Leave a Reply