রাজনৈতিক বন্দী দের মুক্তির দাবিতে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা







বেঙ্গল মিরর, আসানসোল:ভারভারা রাও, কাফিল খান, সাইবাবা,সুধা ভরদ্বাজ, গৌতম নওলাখা সহ সকল রাজনৈতিক বন্দী দের মুক্তির দাবিতে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ বি এন আর মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন স্বাতী ঘোষ,কল্যান মৌলিক, গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখার্জি, সুরেশ বাইন,এআইসিসিটিইউ এট সুরিন্দার কুমার, অধিকার ইউনিয়নের সুদীপ্তা পাল,উমেশ দুসাদ,রমজান শেখ, গন আন্দোলনের কর্মী সুদীপ চক্রবর্তী প্রমুখ।









