আসানসোলের ২ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241211-wa00436179337791398046526.jpg)
![Accident](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/08/kalipahar-main-road-accident-me-ek-ki-mouth-3-281x500.jpg)
বেঙ্গল মিরর, আসানসোল, ৯ আগষ্টঃ আসানসোলের ২ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়িতে এই পথ দূর্ঘটনাটি ঘটে। মৃত বাইক চালকের নাম ও বাড়ির ঠিকানা এদিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে কাল্লা মোড়ের কাছে আসানসোল উত্তর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে। চালক ও খালাসিকেও পুলিশ ধরেছে। পুলিশ জানায়, মৃত বাইক চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ঐ মোটরবাইকটি রানিগঞ্জের দিক থেকে এসে কাল্লা মোড়ের দিকে যাচ্ছিলো। সেই সময় আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে পেছন দিক থেকে একটি গাড়ি বেপরোয়াভাবে এসে বাইকে ধাক্কা মারলে, চালক ছিটকে রাস্তায় পড়ে। তখন গাড়িটি তাকে একবারে পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাইক চালকের দেহ তুলে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে, আসানসোল দক্ষিণ থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ কাল্লা মোড়ের কাছে গাড়িটিকে ধরে।
জানা গেছে, সোমবার সকালে বাইক চালকের দেহর ময়নাতদন্ত হবে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)