বেঙ্গল মিরর, বার্নপুর: বার্নপুরের সেল আইএসপিতে এক জন এসিট্যান্ট ম্যানেজার সহ ৪ জন আইএসপি কর্মীকে করোনায় আক্রান্ত পাওয়া গেছে। এর পর থেকে আইএসপি প্লান্টসহ পুরো বার্নপুরে আতঙ্কের সৃষ্টি হয়। এসিট্যান্ট ম্যানেজার এর সাথে দুজন টেকনিশিয়ানকেও করোনায় আক্রান্ত পাওয়া গেছে। এটি প্লান্ট অভ্যন্তরে সংক্রমণের প্রথম ঘটনা। কোকোভেন 11 নম্বর উপকরণ বিভাগে টেকনিশিয়ান করোনায় আক্রান্তহয়েছেন। একই সঙ্গে, সেল আইএসপি বার্নপুর হাসপাতালের একজন নার্সকেও করোনায় আক্রান্ত পাওয়া গেছে। এর আগে দুই চুক্তিবদ্ধ শ্রমিক কে করোনায় আক্রান্তপাওয়া গেছে।