২০২১ সালের ভোটার লিস্ট তৈরির বিজ্ঞপ্তি জারি
বেঙ্গল মিরর, আসানসোল: ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত
প্রয়োজনীয় বিষয়গুলি :
১) ২০২১ সালের ভোটার লিস্ট তৈরির বিজ্ঞপ্তি।
২) আগামী ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট বুথ পুনর্গঠন (Rationalisation of booths) করা হবে। অর্থাৎ বুথের ভূগোল, ভোটার সংখ্যা ইত্যাদি পর্যালোচনা করা হবে। যদি কোন বুথে ভোটার সংখ্যা ১০০০এর অনেক বেশি হয়ে যায় এবং কোন পাড়াকে বিভক্ত না করে কিছু ভোটার অন্য বুথে ট্রান্সফার করা যায় সেই কাজ করা হবে। তাতে হয়তো কোন নতুন বুথ তৈরি হতে পারে।
*এই বছরের ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর* ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে।
*১৫ জানুয়ারি,২০২১* নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে।